Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একনজর ভাওয়ারগড় ইউনিয়ন
বিস্তারিত

এক নজরে

    ত্রিশ লক্ষ শহীদের রক্তরে বিনিময় ১৯৭১ সালে ১৬ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে অংকিত হয় একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র।চিরসবুজ  এই বাংলাদেশ ,যার রাজধানী সুবেদার ঈসা খাঁর স্বপ্নপুরী সোনারগাঁও (বর্তমান  ঢাকা )। ঢাকার খুবই সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলা। গাজীপুরজেলার, গাজীপুর সদর উপজেলার অতি পরিচিত উইনিয়নের নাম  ভাওয়ালগড়

 

ক) নাম – ভাওয়ালগড় পরিষদ।

খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৫৬০৩৫জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩টি।

চ) হাট/বাজার সংখ্যা -৮টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –১। সিএনজি যোগে চান্দনা চৌরাস্তা হয়ে ময়ময়নসিংহ রোডে/শিমুলতলী-ক্যান্টনমেন্ট বা পোড়াবাড়ী বা শালনা হয়ে ভবানীপুর বাজার বাসস্ট্যান্ড এ ভাওয়ালগড় ইউনিয়ন এ আসা যায় । অথবা ২। সিএনজি বা বাস যোগে চান্দনা চৌরাস্তা এসে সিএনজি বাস যোগে ময়মনসিংহ রোডে ১৮ কি:মি: ভবানীপুর বাজারে আসলেই ভাওয়ালগড় ইউনিয়ন।

জ) শিক্ষার হার – ৭০%। (২০০৫এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা-৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব, আলহাজ্ব মো: সালাহ উদ্দিন সরকার

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –  আছে

ঠ) ইউপি ভবন স্থাপন কাল - ইউনিয়নটি নতুন হওয়া কোন ভবন নেই। পরিষদ ভবন প্রক্রিয়াধীন আছে।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৭/০৬/২০১৩ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৬/২০১৩ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৭ইং

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

ছবি
ডাউনলোড