বিগত ২১ ও ২২ শে জানুয়ারী ২০১৬ইং তারিখে রাজবাড়ী মাঠে ‘‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬’’ অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিকাশে এবং সাধারণ মানুষের মধ্যে ই-সেবা সম্পর্কিত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্ঠিতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ি মাঠে শুরু হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীতে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক- কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। উক্ত মেলায় জন সাধারনের দার গোড়ায় ডিজিটাল সেবা পৌছে দেয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরীতে পুরুষ্কার দেয়া হয়। গাজীপুর জেলার ৪৪টি ইউনিয়নের মধ্যে ‘‘ভাওয়ালগড় ইউনিয়ন ডিজিটাল সেন্টার’’ কে শ্রেষ্ট ডিজিটাল সেন্টার হিসাবে পুরুষ্কৃত করা হয়। পুরুষ্কার হিসাবে দেয়া হয়- সনদ, ক্রেস্ট ও পোর্টেবল ১কিবি হাডডিক্স। উক্ত পুরুষ্কার জেলা প্রশাসক এসএম আলমের কাছ থেকে গ্রহণ করেন- ভাওয়ালগড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগতা ও পরিচালক- মো: রফিকুল ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস