নাগরিক সনদ পাওয়া নাগরিক অধিকার আর সনদ দেয়া চেয়ারম্যান সাহেবের আইনগত ক্ষমতা: তিনি জনগনের সেবা দোড়গোড়ায় পেৌছাতে প্রত্যেক মেম্বার সাহেব কে ১ টি করে নাগরিক্ত্ব সনদ বই সাদা সহি করে বাড়ীতেদ দিয়ে দেন। আর মেম্বার সাহেব নিজে বা অন্য লোকের মাধ্যমে জনগনকে প্রয়োজন মত প্রদান করেন। তাতে জনগন খুশি । আবার ইউপি অফিস থেকেও সনদ দেয়া হয় । এই ইউনিয়নে বসবাসরত যে কোন লোক যে কোন সময় ইউপি সদসসের নিকট হতে এ সনদ নিতে পরবেন।এমন এক সময় আসবে যখন সব অধিবাসীর ডাটাবেইজ থেরী করা থাকবে এব এক ক্লিক দিলেই সনদ তৈরী হয়ে যাবে। শুধু দরকার হবে মাত্র চেয়ারম্যান সাহেবে স্বাক্ষর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস