গাজীপুর জেলার সদর উপজেলাধীন ০১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ ২০১২ইং সালে তিন ভাগে বিভক্ত হয়- ক) মির্জাপুর ইউনিয়, খ)ভাওয়ালগড় ইউনিয়ন, গ) পিরুজালী ইউনিয় পরিষদ। বর্তমান ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ বাসীর বহু দিনের লালিত স্বপ্ন ছিল মির্জার ইউনিয়ন পরিষদ থেকে আলা হয়ে নতুন ইউনিয়নবাসী হিসাবে পরিচিত হওয়া। ভাওয়ালগড় ইউনিয়নবাসীর স্বপ্ন ২০১২ইং সালে বাস্তবায়ন করেন- বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় মন্ত্রী- আলহাজ্ব মো: রহমত আলী। এই সদস্যের আন্তরিক প্রচষ্টার ফল আজকের ভাওয়ালগড় ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস