নাগরিক সনদ পাওয়া নাগরিক অধিকার আর সনদ দেয়া চেয়ারম্যান সাহেবের আইনগত ক্ষমতা: তিনি জনগনের সেবা দোড়গোড়ায় পেৌছাতে প্রত্যেক মেম্বার সাহেব কে ১ টি করে নাগরিক্ত্ব সনদ বই সাদা সহি করে বাড়ীতেদ দিয়ে দেন। আর মেম্বার সাহেব নিজে বা অন্য লোকের মাধ্যমে জনগনকে প্রয়োজন মত প্রদান করেন। তাতে জনগন খুশি । আবার ইউপি অফিস থেকেও সনদ দেয়া হয় । এই ইউনিয়নে বসবাসরত যে কোন লোক যে কোন সময় ইউপি সদসসের নিকট হতে এ সনদ নিতে পরবেন।এমন এক সময় আসবে যখন সব অধিবাসীর ডাটাবেইজ থেরী করা থাকবে এব এক ক্লিক দিলেই সনদ তৈরী হয়ে যাবে। শুধু দরকার হবে মাত্র চেয়ারম্যান সাহেবে স্বাক্ষর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS